Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডে নবান্নের পথে আন্দোলনকারি চিকিৎসকেরা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৭ এএম

আরজি কর কাণ্ডে নবান্নের পথে আন্দোলনকারি চিকিৎসকেরা
ছবি-রমিত বন্দ্যোপাধ্যায়

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে নবান্নের পথে আন্দোলনকারি চিকিৎসকেরা। দলে রয়েছেন ৩০ জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল।  আন্দোলনকারিরা জানিয়েছেন, নবান্নে সমাধান নয়, সমঝোতা করতে যাচ্ছেন তারা। 

আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। নবান্ন থেকে  ই মেল মারফত আগেই আলোচনার জন্য আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের ডেকে পাঠানো হয়েছিল। বিকেল ৫ টা মধ্যে আসতে বলা হয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও আসেননি তারা। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী নবান্ন ছাড়েন। এদিকে নবান্নের ইমেলের উত্তরে আন্দোলনকারি চিকিৎসকেরা জানিয়ে দেন এই কর্মবিরতি চলবে। 


গত মঙ্গলবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার জন্য বসতে চেয়ে রাজ্য সরকারের তরফে মেল করেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব। পরে সাংবাদিক বৈঠক করে  বিষয়টি জানান চন্দ্রিমা ভট্টাচার্য। 


এর আগে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে দেওয়ার নির্দেশ দেয়। শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করেও কর্মবিরতি চালিয়ে যান তারা।