Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আয়ুষ্মান ভারত প্রকল্পে বিশেষ ঘোষণা কেন্দ্রের, সত্তরোর্ধ্ব প্রবীণরাও পাবে বিমার সুবিধা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৭ এএম

আয়ুষ্মান ভারত প্রকল্পে বিশেষ ঘোষণা কেন্দ্রের, সত্তরোর্ধ্ব প্রবীণরাও পাবে বিমার সুবিধা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা নিয়ে বিশেষ ঘোষণা করল কেন্দ্র সরকার। এবার প্রবীণরাও পাবে এই বিমার সুবিধা। সত্তর থেকে সত্তরোর্ধ্ব প্রবীণরা এই বিমার আওতায় আসবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প ছয় কোটি প্রবীণ নাগরিক সহ ৪.৫ কোটি পরিবারকে উপকৃত করবে। পারিবারিক ভিত্তিতে বিনামূল্যে ৫ লক্ষ টাকা কভার করবে। সরকার বিবৃতিতে জানিয়েছে, যে সমস্ত প্রবীণ নাগরিকরা এই বিমার আওতায় আসবেন, তাদের এবিপিএম-জেএওয়াই-এর অধীনে একটি স্বতন্ত্র কার্ড দেওয়া হবে। 

সত্তরোর্ধ্ব প্রবীণরা যারা ইতিমধ্যেই অন্যান্য জনস্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা পাচ্ছেন যেমন কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প(সিজিএইচএস), প্রাক্তন কর্মী কন্ট্রিবিউটরি হেলথ স্কিম(এইচসিইএচএস), আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স(সিএপিএফ) তারা এই বিমাগুলি থেকে একটি স্কিম অথবা এবিপিএমজেএওয়াই (প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প) বেছে নিতে পারেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রত্যেক ভারতীয়কে একটি উন্নতমানের জীবন বিমা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে, মন্ত্রিসভা আজ ৭০ বছরের বেশি বয়সী সকল নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা প্রদানের জন্য আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই প্রকল্পে পরিধি আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। ৬ কোটি নাগরিকের মর্যাদা, যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করবে এই প্রকল্প!

সরকার বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে, সত্তরোর্ধ্ব প্রবীণরা যারা বেসরকারি বিমার বা কর্মচারীদের রাজ্য বীমা প্রকল্পের আওতায় রয়েছেন তারাও এবিপিএম-জেএওয়াই- সুবিধা পাবে। প্রাথমিকভাবে, ভারতের জনসংখ্যার নীচের ৪০ শতাংশ নিয়ে গঠিত ১০.৭৪ কোটি দরিদ্র এবং দুর্বল পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।