Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দুবাইঃ কুরআন প্রতিযোগিতায় ৬০ দেশের নারী হাফেজ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৮ এএম

দুবাইঃ কুরআন প্রতিযোগিতায় ৬০ দেশের নারী হাফেজ

দুবাই১১ সেপ্টেম্বরপবিত্র কুরআন হেফজের প্রতি নারীদের উদ্বুদ্ধ করতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে আয়োজন করা হয়েছে হেফজুল কুরআন প্রতিযোগিতা শাইখা ফাতেমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৮ম আসরে বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন।


 প্রতিযোগিতায় উত্তীর্ণ সেরা ১০ নারী হাফেজকে পুরস্কার দেওয়া হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ মাইমুনা বিনতে মনিরুজ্জামান (১৩) তিনি মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম রাউন্ডে কুরআন তেলাওয়াত করেনে। তাঁর গ্রুপের অন্য দুই প্রতিযোগী হলেনযুক্তরাষ্ট্রের উজরা আবদুর রহিম  মোজাম্বিকের উম্মে সুলাইম আবদুস সাত্তার। হাফেজ মাইমুনা ময়মনসিংহ জেলার কাতার প্রবাসী ইমাম কারি মনিরুজ্জামান শরীফের মেয়ে। তিনি ঢাকার সাউদা বিনতে জামআহ (রা.) হেফজ মাদ্রাসার ছাত্রী। এর আগে মাইমুনা ইরানে ২০২৩ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মিডিয়া প্রধান আহমেদ আল জাহিদ জানিয়েছেন সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি দুবাইয়ের কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়শনের হলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একাধিক প্ল্যাটফর্ম এবং স্যাটেলাইট চ্যানেলে প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তিনি আরও বলেনশাইখা ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সারাবিশ্বে পবিত্র কুরআনের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জানা গিয়েছেপ্রতিযোগিতার প্রথম দিনে মায়ানমারসেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসোমালিয়াঘানাটোগোচাদমালিবুরকিনা ফাসোফিলিপাইন্সইরিত্রিয়া  রুয়ান্ডার প্রতিযোগীরা কুরআন তেলাওয়াত করেছেন।