Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মসজিদ নির্মাণ অবৈধ অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে রণক্ষেত্র সিমলা, পুলিশের লাঠিচার্জ-জলকামান


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪১ এএম

মসজিদ নির্মাণ অবৈধ অভিযোগ তুলে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে রণক্ষেত্র সিমলা, পুলিশের লাঠিচার্জ-জলকামান

সিমলা, ১১ সেপ্টেম্বরঃ মসজিদ নির্মাণকে ঘিরে সাম্প্রদায়িক খেলা হিন্দুত্ববাদীদের। হিমাচল প্রদেশের সিমলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অবৈধভাবে মসজিদ নির্মাণের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঢালি সুড়ঙ্গের কাছে ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ ও জলকামান দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

সুত্রের খবর, সিমলার সানজাউলি এলাকায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই মসজিদ তৈরি হচ্ছে বলে অভিযোগ তোলে হিন্দুত্ববাদীরা। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার দাবিতে বনধের ডাক দেয় হিন্দু সংগঠনগুলি। এদিকে মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষায় সানজাউলিতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। বুধবার প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এদিন বিক্ষোভকারীরা 'জয় শ্রীরাম' এবং 'হিন্দু একতা জিন্দাবাদ' স্লোগানও দিতে থাকেন।

হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, অবৈধ নির্মাণের অভিযোগের বিষয়টি বর্তমানে পৌর কর্পোরেশনের পর্যালোচনাধীন রয়েছে। আইন আইনের পথে চলবে। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সুখু সরকারের সমালোচনা করে বলেছেন, 'বেআইনি নির্মাণের সমস্যা সমাধানে কেনো দেরি হচ্ছে?'

একইসঙ্গে এবিষয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুখবিন্দর সিং সুখু বলেন, "আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সকলের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যাতে কোনও সম্প্রদায়ের কারও ক্ষতি না হয়।"