Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল পাকিস্তান


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ পিএম

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি, উৎসস্থল পাকিস্তান

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি বুধবার সকালের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তান। বুধবার দুপুর নাগাদ দিল্লির আশপাশে কম্পন অনুভূত হয়েছেরিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। তবে এই ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির বিবৃতি অনুযায়ী, এ দিন বেলা ১২টা ৫৮ মিনিটে কম্পন অনুভূত হয়। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ১০ কিলোমিটার দূরে ডেরা ঘাজ়ি খান এলাকায় এই কম্পনের উৎসস্থল। ইসলামাবাদ এবং লাহোরে কম্পনের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। ভূমিকম্পের খানিক প্রভাব পড়েছে আফগানিস্তানেও।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের মধ্যে দিল্লি ছাড়াও মূলত উত্তর পশ্চিম ভারতের গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর এবং উত্তরপ্রদেশে অনুভূত হয়েছে এই কম্পন। দুসপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কেঁপে উঠল দিল্লি। এর আগে ২৯ আগস্ট হয় ভূমিকম্প। সে বার আফগানিস্তান ছিল উৎসস্হল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭।