Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫২ এএম

আরজি কর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব ইডির


পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে উত্তপ্ত কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কাজে এখনও যোগ দেননি আন্দোলনকারি চিকিৎসকেরা। কর্মবিরতি অব্যাহত। ফলে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। আরজি কর কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। ফের সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে এই মামলায় তলব করেছে ইডি। ইতিমধ্যেই সোম ও মঙ্গলবার সঙ্গীতা ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারি আধিকারিকরা। ফের তাকে জেরা করতে চান তাঁরা।



তদন্তে নেমে ক্যানিংয়ে সন্দীপ-সঙ্গীতা ভিলা নামে একটি বিলাসবহুল বাংলোর হদিশ পাওয়া গেছে। গত সপ্তাহে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি করতে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আধিকারিকদের। বাড়ির দরজা বন্ধ ছিল। প্রায় তিনঘণ্টা পরে এসে দরজা খোলেন সন্দীপ ঘোষের স্ত্রী। সেই সঙ্গীতার দাবি ছিল, তার সন্দীপ ঘোষ নির্দোষ। তিনি তদন্তে সহযোগিতা করবেন।  


সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও যান তদন্তকারি আধিকারিকরা। তবে বাড়ি তালাবন্ধ ছিল। পাশাপাশি এয়ারপোর্টের কাছে মিলন পল্লির একটি আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার আবাসনেও যান ইডির অফিসাররা।


সন্দীপ ঘোষ মামলায় সিবিআই জানিয়েছে, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ তার অনুগামীদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে মোট ২৫টি ডিজিটাল প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে।