Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'কৃতকর্মের ফল ভুগতে হবে', ইসরাইলকে 'ভয়ংকর' হামলার হুমকি ইরানের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ পিএম

'কৃতকর্মের ফল ভুগতে হবে', ইসরাইলকে 'ভয়ংকর' হামলার হুমকি ইরানের

তেহরান, ১০ সেপ্টম্বরঃ ইসরাইলে হামলা চলানোর হুমকি দিল ইরান। তেহরানের রেভল্যুশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেছেন, তেল আবিবে এমন হামলা চালানো হবে যা তারা কল্পনাও করতে পারছে না। তবে কখন, কোথায় এবং কীভাবে এই হামলা হবে তা অনিশ্চিত বলে জানিয়েছেন সালামি।

গত জুলাইয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দায় তেল আবিবের ওপর দিয়ে ইসরাইলে হামলার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা তেহরান যে কোনো সময় হামলা চালাতে পারে, এখনও সে আশঙ্কা করছে তেল আবিব।

ফের হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরাইলকে হুমকি দিল ইরান। রেভল্যুশনারি গার্ডস বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেন, ‘ইসরাইলকে তার কৃতকর্মের তিক্ত স্বাদ ভোগ করতে হবে।তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে বলেও জানান তিনি। তেহরানের সম্ভাব্য হামলার দুঃস্বপ্নে কাঁপছে ইসরাইল বলেও মন্তব্য করেন রেভল্যুশনারি গার্ডসের প্রধান।