Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় ব্যাপক খাদ্যসংকট, অপুষ্টিতে মৃত্যুঝুঁকিতে সাড়ে তিন হাজার শিশু


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৯:৪৫ এএম

গাজায় ব্যাপক খাদ্যসংকট, অপুষ্টিতে মৃত্যুঝুঁকিতে সাড়ে তিন হাজার শিশু

গাজা, ১৯ জুন: গাজায় অপুষ্টির কারণে মৃত্যুঝুঁকিতে রয়েছে সাড়ে তিন হাজার শিশু। চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে উপত্যকার শিশুরা বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। আর এ সময়ে আহত হয়েছেন প্রায় ৮৫ হাজার বেসামরিক ফিলিস্তিন নাগরিক। তবুও থামছে না ইসরাইলি দখলদারদের তাণ্ডব। মঙ্গলবারও গাজার উত্তরাঞ্চলে বোমা হামলা চালায় ইসরাইলি সেনা বাহিনী। এই হামলায় বহু মানুষ হতাহত হন।

 চলমান যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে গাজার শিশুরা। সুষম খাবার ও ভ্যাকসিনসহ নানা সাহায্যের অভাবে মৃত্যুঝুঁকিতে রয়েছে সাড়ে তিন হাজার শিশু এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে, গাজায় নেতানিয়াহু বাহিনীর অপহরণ ও নির্যাতনের শিকার তিনশরও বেশি স্বাস্থ্যকর্মীর মুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি একটি আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
 অন্যদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এতে অনাহারে দিন পার করছেন বাসিন্দারা। জাতিসংঘ জানায়, নাজুক এ পরিস্থিতিতে দুর্ভোগের মাত্রা আরও বাড়িয়েছে ভূখণ্ডটির মাটি, পানি, আর বায়ু দূষণ।