Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নতুন করে উত্তপ্ত মণিপুর, ইন্টারনেট 'শাটডাউন' করে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা বীরেন সিং সরকারের


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৫ পিএম

নতুন করে উত্তপ্ত মণিপুর, ইন্টারনেট 'শাটডাউন' করে আইনশৃঙ্খলা রক্ষার চেষ্টা বীরেন সিং সরকারের

ইম্ফল, ১০ সেপ্টম্বরঃ নতুন করে ফের উত্তপ্ত মণিপুর। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট এবং থুবল জেলায় কারফিউ জারি হয়েছে। এবার রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল মণিপুর সরকার। ইন্টারনেট পরিষেবা চালু থাকলে রাজ্যে সহিংসতা আরও উস্কে দিতে পারে। এমনকি হিংসার আগুনে ঘি ঢালতে পারে সোশ্যাল মিডিয়া, এই আশঙ্কা থেকেই রাজ্যে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করল এন বীরেন সিংয়ের সরকার।

মঙ্গলবার রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, "মণিপুরের আঞ্চলিক এখতিয়ারে লিজ লাইন, ভিস্যাট, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যা ১০ সেপ্টেম্বর বিকেল ৩টে থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।" মণিপুর সরকার বলেছে, "দেশবিরোধী ও সমাজবিরোধীদের ষড়যন্ত্র ও কার্যকলাপ ব্যর্থ করতে হবে। শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রাণহানি ঠেকাতে অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে হবে। মিথ্যা গুজব ছড়াতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয়। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।"

গত এক সপ্তাহে ড্রোন-রকেট হামলা, গোলাগুলি বর্ষণে নতুন করে উত্তপ্ত হয়েছে উঠেছে মণিপুর অশান্তির আবহে অতিষ্ঠ হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজ্যের  সাধারণ মানুষ। আজ সকালে  ইম্ফল ইস্ট এবং ইম্ফল ওয়েস্টে কারফিউ শিথিল করার কথা ভাবলেও পরিস্থিতি বিবেচনা করে তা সম্ভব হয়নি। রবিবার অশান্ত মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এদিন মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গেও দেখা করেন তিনি। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়ে যাবতীয় ক্ষমতা-নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার দাবি জানান বীরেন সিং পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যপাল যেন কেন্দ্রের উপরে চাপ তৈরি করেন

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যে নতুন করে হিংসায় প্রাণ হারিয়েছেন ১১ জন। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। ইম্ফল এবং থুবলে এই প্রতিবাদ চরম আকার ধারণ  করে। খণ্ডযুদ্ধ বাধে পুলিশ-প্রশাসনের সঙ্গে। যাতে কম করে ২০ জন গুরুতর আহত হয়।