Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মালদায় বন্যাদুর্গতদের পাশে সাগরদিঘীর এক স্বেচ্ছাসেবী সংস্থা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম

মালদায় বন্যাদুর্গতদের পাশে সাগরদিঘীর এক স্বেচ্ছাসেবী সংস্থা

রহমতুল্লাহ, সাগরদিঘী: দীর্ঘ ২৬ বছর পর ফের গঙ্গার ভাঙ্গনে প্লাবিত মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনির বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের এক স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা গাড়িতে করে খাদ্য সামগ্রী ত্রাণ নিয়ে বানভাসি মানুষদের উদ্দেশ্যে রওনা দেয় মালদার ভূতনি এলাকায়, সেখান থেকে নৌকায় করে ত্রাণ নিয়ে পৌঁছায় বানভাসি এলাকার মানুষদের কাছে।




শত শত বানভাসি ক্ষুধার্ত মানুষদের হাতে ট্রাস্টের সদস্যরা তুলে দেয় সেই খাদ্য সামগ্রী সেই সঙ্গে দেওয়া হয় ঔষধ, ORS, জলের বতল। এদিন প্রায় ৭০০ বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে।




ট্রাস্টের  সভাপতি ইফতিকার আলম জানান আমরা সামাজিক কাজে শুধু মুর্শিদাবাদ জেলা নয় জেলার বাইরেও সব সময়ই মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত। আমাদের পাশের জেলা মালদার ভুতনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত সেখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে  নিজেকে গর্বিত মনে হচ্ছে আগামীতে আবারও আমরা  খাবার নিয়ে পৌঁছাব।