Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

বিশ্বে পারমাণবিক অস্ত্রে প্রথম রাশিয়া, পাকিস্তানকে পিছনে ফেলল ভারত


Kibria Ansary   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৪, ১১:৩৮ এএম

বিশ্বে পারমাণবিক অস্ত্রে প্রথম রাশিয়া, পাকিস্তানকে পিছনে ফেলল ভারত

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রধর দেশের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র, আর তৃতীয় স্থানে রয়েছে চীন। তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যায় পাকিস্তানকেও ছাড়িয়ে গেল ভারত। দেশটির কাছে ১৭২টি পারমাণবিক অস্ত্র রয়েছে। সোমবার পারমাণবিক অস্ত্রের বিষয়াদি নিয়ে কাজ করা সুইডিশ থিংক ট্যাংক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলেছে, বিশ্বজুড়ে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্রভান্ডার আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এসআইপিআরআই’র তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি নাগাদ বিশ্বে এখন ১২ হাজার ১২১টি পারমাণবিক অস্ত্র আছে বলে জানা গেছে। এর মধ্যে ৯ হাজার ৫৮৫টি ব্যবহারযোগ্য। আর ৩ হাজার ৯০৪টি পারমাণবিক অস্ত্রে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র যুক্ত করা আছে, যেগুলো যেকোনো সময় হামলা চালাতে সক্ষম। বিশ্বে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তার ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। রাশিয়ার কাছে আছে ৪ হাজার ৩৮০টি অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের আছে ৩ হাজার ৭০৮টি অস্ত্র। অনুমান করা হয়, ব্রিটেনের কাছে আছে ২২৫টি পারমাণবিক অস্ত্র, আর ফ্রান্সের কাছে ২৯০টি।
অন্যদিকে, চিনের পারমাণবিক অস্ত্রাগারে ২০২৩ সালের জানুয়ারিতে ৪১০টি ওয়ারহেড ছিল। ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০০টিতে। এসআইপিআরআই আরও জানিয়েছে, ভারতীয় উপমহাদেশের দুটি দেশের কাছেও পারমাণবিক অস্ত্র মজুত আছে। এর মধ্যে পাকিস্তানের কাছে আছে ১৭০টি পারমাণবিক অস্ত্র, আর ভারতের কাছে আছে ১৭২টি।