Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক, রেজিস্ট্রেশন সংশোধনের সুযোগের দাবি শিক্ষকদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩৯ এএম

মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক,  রেজিস্ট্রেশন সংশোধনের সুযোগের দাবি শিক্ষকদের


পুবের কলম প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনে কোনও ভুলভ্রান্তি বা গাফিলতি থাকলেই কড়া  ব্যবস্থা। এবার থেকে ভুলের জন্য মাধ্যমিক বোর্ড অথবা উচ্চ মাধ্যমিক কাউন্সিলে দরবার করলেই পড়ুয়াদের একহাজার টাকা ফাইন দিতে হবে।


২০২৪-এ যারা নবম শ্রেণিতে পড়ছে অর্থাৎ ২০২৬ সালে যে সব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।


পর্ষদ আগেই জানিয়েছে, ২০২৬ সালে যে সব পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এখন যারা নবম শ্রেণির পড়ুয়া এবার থেকে তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়।


আগামী ১৫ জুলাই থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। ৩১ আগস্ট  আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে এই প্রক্রিয়ায় ভুল হলে তা সংশোধনের জন্য ফাইন দিতে হবে পড়ুয়াদের। এতে ক্ষুদ্ধ শিক্ষক মহল। শিক্ষক নেতা চন্দন মাইতি বলেন, বহু  স্কুলে শিক্ষাকর্মীর অভাব রয়েছে। ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে  না কেন?