Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

পিএসসি-র মিসলেনিয়াস পরীক্ষা রবিবার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৪ এএম

পিএসসি-র মিসলেনিয়াস পরীক্ষা রবিবার

পুবের কলম প্রতিবেদক: পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা হবে রবিবার। তার আগে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রা'তে চাইছে পিএসসি। এ বছর এই পরীক্ষায় বসবেন ২ লক্ষ পরীক্ষার্থী। পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য পিএসসি পরিবহণ-সহ একাধিক দফতরের সঙ্গে আলোচনা করেছে। এ দিকে পরীক্ষার্থীদের জন্য একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। পরীক্ষা সেন্টারে মোবাইল নিষিদ্ধ।

এ দিকে ২০২৪ সালের পশ্চিমবঙ্গ পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। যাঁরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন, তাঁদের জন্য এই অ্যাডমিট কার্ড বা হল টিকিট বেশ গুরুত্বপূর্ণ। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in.-এ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, অ্যাডমিট কার্ড সঙ্গে থাকলে তবেই সম্ভব হয় পরীক্ষার হল-এ প্রবেশ। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এই লিঙ্ক থেকে। উপরোক্ত লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট পেজটি প্রকাশিত হবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। দেখা যাক, সেই ধাপগুলি।