Tue, July 9, 2024

ই-পেপার দেখুন
logo

মিলল না জামিন, কেজরির জেল যাপনের মেয়াদ বৃদ্ধি


আবুল খায়ের   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:৩০ পিএম

মিলল না জামিন, কেজরির জেল যাপনের মেয়াদ বৃদ্ধি

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগামী ৩ জুলাই পর্যন্ত তিহাড় জেলেই ঠিকানা আপ সুপ্রিমোর ২১ মার্চ দিল্লি আবগারি মামলায় কেজরিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) লোকসভা নির্বাচনের প্রচার করার জন্য সুপ্রিম কোর্ট কেজরিকে জামিন দেয় ২ জুন আত্মসমর্পন করেন আপ নেতা এ দিন ইডি আদালতে দাবি করে আবগারি দুর্নীতি মামলায় কেজরি কিংপিন গোয়া এবং পাঞ্জাব ভোটে আপ ১০০ কোটি টাকা খরচ করেছে যদিও আপের পক্ষ থেকে বলা হয় বিজেপি ভোটে জিততে এই সব কৌশল করছে কেজরির হয়ে এখন দলের সব কাজ করছেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল আগামী বছর দিল্লি বিধানসভা ভোট রয়েছে সেখানে সুনীতা কেজরিওয়াল বড় ভূমিকা গ্রহণ করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল

দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় এর আগে দিল্লির আপ সরকারের একাধিক মন্ত্রী গ্রেফতার হয়েছে তাঁরাও জেলেই রয়েছে একই ঘটনায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে