Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

জইনুরের সাম্প্রদায়িক হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত: আসাদউদ্দিন ওয়াইসি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০১ এএম

জইনুরের সাম্প্রদায়িক হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত: আসাদউদ্দিন ওয়াইসি

পুবের কলম,ওয়েবডেস্ক: জইনুরে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বৈকি কিছু নয়। রবিবার প্রশাসনিক বৈঠকে এহেন মন্তব্য করলেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বলা বাহুল্য, সম্প্রতি আদিবাসী মহিলাকে ধর্ষণের চেষ্টার ঘটনার জেরে প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিল আসিফাবাদ। জ্বালিয়ে দেওয়া হয়েছিল একের পর এক বাড়ি থেকে দোকানপাট। বিক্ষোভ এবং হিংসা ঠেকাতে জারি হয়েছিল কারফিউ। সংশ্লিষ্ট ঘটনায় আসাদউদ্দিন ওয়াইসি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার  জন্য তেলেঙ্গানা সরকারের কাছে আহ্বান জানান। পাশাপাশি ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ  না করার জন্য অভিযুক্ত পুলিশদের বরখাস্তের আর্জি জানান।  

উল্লেখ্য, গত ৩১ অগাস্ট আসিফাবাদের জইনুর এলাকায় এক  অটোচালক ওই আদিবাসী মহিলাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের চেষ্টা করে। নিজেকে বাঁচানোর জন্য ওই মহিলা বাধা দিলে তাঁকে খুনের চেষ্টাও করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়দের চোখে পড়তেই তাঁরা ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করে পুলিশ।  ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা। শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, অভিযুক্ত অটোচালক একটি বিশেষ সম্প্রদায়ের হওয়ায় তাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে তেলঙ্গানা সরকার। যদিও পুরো ঘটনাটি পূর্বপরিকল্পি বলে তোপ দাগেন মিম প্রধান। এদিন  এআইএমআইএম নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াইসি তেলঙ্গানা সরকারকেই দোষারোপ করেছেন সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্য। ভাঙচুর, অগ্নিকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত শাস্তির দাবি করেন তিনি।