Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

১৮ পুলিশকর্মীকে নিয়ে ‘ট্যুরিস্ট পুলিশ গার্ড’ চালু শান্তিনিকেতনে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:২৫ এএম

১৮ পুলিশকর্মীকে নিয়ে ‘ট্যুরিস্ট পুলিশ গার্ড’ চালু শান্তিনিকেতনে

পুবের কলম প্রতিবেদক, শান্তিনিকেতন: সর্বক্ষণ ১৮ জন পুলিশ কর্মী সক্রিয় থাকবেন। কোনও সমস্যা হলে তারা ছুটে যাবে। এমনই ১৮ জন পুলিশকর্মীকে নিয়ে ‘টুরিস্ট পুলিশ গার্ড’ চালু হল শান্তিনিকেতনে। ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল পুলিশ।
শান্তিনিকেতন ডাকঘরের সামনে ও সোনাঝুরিতে সর্বক্ষণ মোতায়েন থাকবেন তারা। এছাড়া জরুরি ভিত্তিতে বিশেষ বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে যাবে এই ফোর্স। শুধুমাত্র পর্যটকেরা নন, ব্যবসায়ীরাও কোনও সমস্যায় পড়লে এই ৭৮১২০০১১২০ হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। 


সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন। ইউনেসকো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দেওয়ায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। বিশেষ করে পর্যটকদের আকর্ষণ সোনাঝুরি জঙ্গলের খোয়াই-হাটসহ প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর স্থানগুলি। 


তাই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে বীরভূম জেলা পুলিশের তরফে এই ব্যবস্থা। ১৮ জন পুলিশকর্মী থাকবে এই দলে। শান্তিনিকেতন ডাকঘর ও সোনাঝুরি হাটে দুটি দলে ভাগ হয়ে সর্বক্ষণ থাকবে এই গার্ড। তাদের যাতে আলাদা করে চিহ্নিত করা যায়, তারজন্য উর্দির উপরে এক ধরনের হাফ জ্যাকেট পরে থাকবেন গার্ডরা। তাদের কাছে থাকবে বিশেষ বাইক। জরুরি ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই টুরিস্ট পুলিশ গার্ড।


পর্যটকদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হল বীরভূম জেলা পুলিশের তরফে। হেল্পলাইন নম্বরটি হল ৭৮১২০০১১২০। পর্যটকেরা সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করলেই দ্রুত মিলবে সহযোগিতা। 


এদিন সোনাঝুরি হাটে একটি সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায়। ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল। 


অতিরিক্ত জেলা পুলিশ সুপার বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের পর্যটকের উপর খুবই সদয়। তাই এখানে আগত পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য একটি হেল্পলাইন নম্বর ও ট্যুরিস্ট পুলিশ গার্ড পরিষেবা চালু করা হল। সর্বক্ষণ ১৮ জন পুলিশ কর্মী সক্রিয় থাকবেন। কোন সমস্যা হলে তারা ছুটে যাবে।’