Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আর জি কর কাণ্ডে আন্দোলনকারি চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, ফিরতে হবে আগামীকাল বিকেল ৫ টার মধ্যেই


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৬ এএম

আর জি কর কাণ্ডে আন্দোলনকারি চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট, ফিরতে হবে আগামীকাল বিকেল ৫ টার মধ্যেই

পুবের কলম, ওয়েবডেস্ক: আর জি কর কাণ্ডে আন্দোলনকারি চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আগামীকাল বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। 

আর জি কর কাণ্ডে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে আন্দোলন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। কারণ বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে রবিবার রাতে তারা সাফ জানিয়ে দেন তারা।


সোমবার আর জি কর মামলার শুনানির সময়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য। সুপ্রিম কোর্ট জানায়, আমরা আগেই জানিয়েছিলাম, কর্মবিরতি প্রত্যাহার করতে। সুপ্রিম কোর্ট আন্দোলনকারিদের চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য কোনও ব্যবস্থা নেবে না। কিন্তু তার পরেও কর্ম বিরতি প্রত্যাহার করা হয়নি। তার এর পরেও কর্ম বিরতি না তোলা হলে, রাজ্য কোন পদক্ষেপ নিলে কিছু করার নেই। সেই সঙ্গে আদালত জানায়,চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।  


এদিন আর জি কর মামলায় দ্বিতীয় দফার শুনানি হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে।

আন্দোলনকারী ডাক্তারদের হয়ে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা। তিনি বলেন, শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলা হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা হুমকির মুখে। পর্যাপ্ত নিরাপত্তা না হলে তাঁরা কাজে ফিরতে ভয় পাচ্ছেন। লুথরা আরও বলেন, সিনিয়র ডাক্তাররা কাজ করছেন। ফলে পরিষেবা ব্যাহত হয়নি।