Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডঃ তিলোত্তমার 'জাস্টিস' চেয়ে পথে রিকশা চালকরা


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৩ এএম

আরজি কর কাণ্ডঃ তিলোত্তমার 'জাস্টিস' চেয়ে পথে রিকশা চালকরা

পুবের কলম প্রতিবেদক: আরজি কর কাণ্ডে এবার 'জাস্টিস' চেয়ে পথে নামলেন রিকশা চালকরাআরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষসেই তালিকায় এবার নতুন সংযোজন শহরের রিকশাওয়ালারা। রবিবার বিকেলে হেদুয়া থেকে মিছিল শুরু হয়ে কলেজস্ট্রিটে গিয়ে শেষ হয়। সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রিকশা চালকরা। গলায় ঝোলানো প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে আরজি কর কাণ্ডের বিচারের দাবি জানান তারা। আর কত পথ হাঁটলে তবে ধর্ষকদের বিচার হবে?’নির্যাতিতার বিচার চাইলেখা একাধিক পোস্টারও দেখা গিয়েছে মিছিলে। রিকশা চালক রামসিংহ যাদব বলেন, ‘‘আমাদের সকলের ঘরে মা-বোন আছেন। আরজি করে যা হয়েছে, আমরা তার বিচার চাই। পুলিশ বিচারে বাধা দিচ্ছে। আমরা তাই পথে নেমেছি। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।’’