Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

৩ দিনের সফরে আমেরিকায় রাহুল


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৪ এএম

৩ দিনের সফরে আমেরিকায় রাহুল

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর:  তিন দিনের আমেরিকা সফরে সেদেশে পৌঁছেছেন লোকসভায় বিরোধী দলের নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রবিবার টেক্সাসের ডালাসে পৌঁছান তিনি। সেখানে প্রবাসী ভারতীয় এবং ভারতীয় ওভারসিজ কংগ্রেস (আইওসি) সদস্যরা তাকে স্বাগত জানান। সেখানে উপস্থিত দেখা যায় স্যাম পিত্রোদাকেও। সেই অভ্যর্থনার ছবি সমাজমাধ্যমের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাহুল। তিনি লিখেছেন, আমি প্রবাসী ভারতীয় এবং ভারতীয় প্রবাসী কংগ্রেসের সদস্যদের কাছ থেকে আমেরিকার ডালাস, টেক্সাসে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি তাতে আমি সত্যিই আনন্দিত।


তিনদিনের আমেরিকা সফর ঘিরে রাহুল যথেষ্ট উৎসাহী। রবিবার কংগ্রেস সাংসদকে স্বাগত জানাতে জাতীয় পতাকা হাতে বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন প্রবাসী ভারতীয়রা। রাহুল বেরতেই ফুল দিয়ে, উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানানো হয়। এমন অভ্যর্থনা পেয়ে মুগ্ধ রাহুল। এই সফরে তিনি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন। রাখবেন বক্তব্য। দুই দেশের সম্পর্কের উন্নয়নে এই সফর কাজে আসতে পারে বলে অনেকে মনে করছেন। রাহুল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কূটনৈতিক স্তরে কোনও বৈঠক করবেন কি না জানা যায়নি। তবে তিনি টুইট করে জানিয়েছেন, তার এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরও উন্নতি ঘটাবে।