Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ভারতে মিলল মাঙ্কিপক্সের হদিশ, 'আতঙ্কের কারণ নেই' জানাল স্বাস্থ্য মন্ত্রক


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম

ভারতে মিলল মাঙ্কিপক্সের হদিশ, 'আতঙ্কের কারণ নেই' জানাল স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টম্বরঃ ভারতে মিলল মাঙ্কিপক্সের হদিশসন্দেহভাজন এক ব্যক্তি শরীরে মাঙ্কিপক্স ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে খবর। রবিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রকের তরফে বলা হয়েছে, এক পুরুষ নাগরিকের শরীরে মাঙ্কিপক্স থাবা বসিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে এমন একটি দেশ থেকে সম্প্রতি ভারতে ফেরেন ওই ব্যক্তি। এরপরই একাধিক উপসর্গ সন্দেহে তাঁর নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। আপাতত সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য মন্ত্রক আশ্বস্ত করে বলেছে, ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িস কন্ট্রোল গোটা বিষয়টির তদারকি করছে। এই রোগ কতটা ঝুঁকিপূর্ণ তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনই আতঙ্কের কোনও কারণ নেই