Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'হিজাব চ্যালেঞ্জ' ভিডিয়োর জের, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ এএম

'হিজাব চ্যালেঞ্জ' ভিডিয়োর জের,  গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  হিজাব পরিধান ভিডিয়ো’কে কেন্দ্র করে বিতর্ক। গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার আনাস আহমেদ। তামিলের বিখ্যাত   

ইউটিউব চ্যানেল ‘আল কাসওয়ারের’  মালিক তিনি।  অভিযোগ, হিন্দু মহিলাকে হিজাব পরিয়ে ধর্মান্তকরণের চেষ্টা করছিল ওই ইউটিউবার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে জনপ্রিয় ইউটিউবার। তিনি জানান, এটা নিছকই একটি ফাণ ভিডিয়ো। ধর্মান্তকরণের সঙ্গে কোন লিঙ্ক নেই। আমরা বহুদিন ধরেই বিভিন্ন বিষয়ে পাবলিক ওপিনিন নিয়ে থাকি। এবারের থিম ছিল হিজাব পরিধান করিয়ে সাধারণের প্রতিক্রিয়া ক্যাপচার করা। এছাড়া সকলের অনুমতি নিয়েই ওই ভিডিয়ো ধারণ করা হয়েছে। জোর করে কিছু করা হয়নি।


ভাইরাল ভিডিয়ো’তে দেখা যাচ্ছে,   একজন বোরকা পরিহিতা মহিলা এক এক করে তরুণীদের কাছে হিজাব নিয়ে যাচ্ছে এবং জিজ্ঞাসা করছে যদি তারা হিজাব পরিধান করেন। উপস্থিত তরুণীরা তাতে সম্মতি জানালে  হিজাব পরিয়ে ‘আফটার-বিফোর’ একটি লুক ক্রিয়েট করছে। এবং তাদের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করছেন । ভিডিয়ো’তে  থাকা ওই মহিলা নিজেও পা থেকে মাথা পর্যন্ত আবৃত। নাম বিনথ হানিফা।  প্রথমবারের হিজাব পরিধান করে অনেকেই আবেগপ্রবণ হয়ে যান। কেউ কেউ বলে ওঠে অনেকদিনের ইচ্ছা ছিল। তা আপনাদের মাধ্যমে পূরণ হল। অন্য একজন বলে হিজাব পরে আলাদা শান্তি অনুভব করছি। চ্যালেঞ্জের সময় হানিফাও অনেকের প্রশংসা করেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে ‘হিজাব জিহাদ’ তকমা লাগিয়ে দেন। আবার অনেকে বলে এই ভাবেই মোল্লারা লাভ জিহাদের প্রমোট করেন।


একাংশ এই নিয়ে আপত্তি জানালেও ধর্মান্তকরণের অভিযোগ উড়িয়ে দিয়েছে অনেকেই। ভিডিয়ো দেখেই কুমারেসান নামে এক  ব্যক্তি কোয়েম্বাটুরের সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরেই গ্রেফতার হয় আল কাসওয়া চ্যানেলের মালিক আনাস আহমেদ। উল্লেখ্য, আল কাসওয়া। একটি তামিল ইউটিউব চ্যানেল।  'ইসলামের বার্তা', সম্প্রীতি, ও শান্তি ছড়ানোয় এই চ্যানেলের মূল উদ্দেশ্য। যদিও বর্তমানে ভিডিয়োটি প্রাইভেট করা হয়েছে। সরেজমিনে তদন্তের জন্য পুরো চ্যানেল সাইবার ক্রাইমের অধীনে চলে গেছে।