Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

নতুন আধার কার্ডে জমা দিতে হবে এনআরসি-র রিসিপ্ট, অনুপ্রবেশ ঠেকাতে ফতোয়া হিমন্তের


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১০ এএম

নতুন আধার কার্ডে জমা দিতে হবে এনআরসি-র রিসিপ্ট, অনুপ্রবেশ ঠেকাতে ফতোয়া হিমন্তের

গুয়াহাটি, ৭ সেপ্টেম্বরঃ নতুন আধার কার্ডের করতে হলে এবার থেকে আবেদনকারীদের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (NRC) আবেদনের রিসিপ্ট নম্বর জমা দিতে হবে বলে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, রাজ্যের জনসংখ্যার তুলনায় আধার কার্ডের আবেদন বেশি জমা পড়ছে। এতে স্পষ্ট হচ্ছে যে অবৈধ নাগরিক ঢুকে পড়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আধার কার্ডের আবেদনের সঙ্গে এনআরসি আবেদন রিসিপ্ট নম্বর জমা দিতে হবে।

 

বিগত দুই মাসে বহু বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্তের বক্তব্য, "বহু বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পড়শি দেশের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া আরও কঠোর করবে।" আধার নিয়ে কড়া পদক্ষেপ অসমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সহজ হবে বলেই মনে করছেন হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি বলেন, "অসমে আর সহজে আধার কার্ড পাওয়া যাবে না।"