Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হতে চলেছেন বাইডেন পুত্র, হতে পারে জেল


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৫ এএম

কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হতে চলেছেন বাইডেন পুত্র, হতে পারে জেল

ওয়াশিংটন, ৭ সেপ্টেম্বর: কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। আদালতে দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন হান্টার।


ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লক্ষ ডলার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে। ৫৪ বছর বয়সি হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করলেও এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন।


লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে বৃহস্পতিবার বিচার শুরুর আগেই হান্টার দোষ স্বীকার করেন। ফেডারেল আদালতের বিচারক মার্ক স্কারসি বলেন, দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড হতে পারে হান্টারের। জরিমানা হতে পারে ৫ থেকে ১০ লক্ষ ডলার।


এর আগে গত জুনে অস্ত্র রাখা এবং মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত এক মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। সেই অভিযোগ প্রমাণিত হলে হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ৫৪ বছরের হান্টার ২০১৮ সালে পয়েন্ট ৩৮ রিভলভার কেনার সময় কিছু মিথ্যে তথ্য দিয়েছিলেন। হান্টার দাবি করেছিলেন, তিনি কখনও বেআইনিভাবে মাদক ব্যবহার করেননি। যদিও তা সত্যি ছিল না।