Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ধর্ষণ করে খুন! 'নারীরা সুরক্ষিত' উত্তরপ্রদেশে মহিলা আইনজীবীর রহস্যমৃত্যু, দেহ উদ্ধার খাল থেকে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৬ এএম

ধর্ষণ করে খুন!  'নারীরা সুরক্ষিত' উত্তরপ্রদেশে মহিলা আইনজীবীর রহস্যমৃত্যু, দেহ উদ্ধার খাল থেকে
প্রতিবাদে আইনজীবীরা

লখনউ, ৭ অক্টোবর: গোটা দেশ যখন আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে তোলপাড় ঠিক তখনই এক তরুণী আইনজীবীর দেহ উদ্ধার হল খাল থেকে। 'নারীরা সুরক্ষিত' স্লোগান দেওয়া সেই বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকার ঘটনা। বুধবার পুলিশকে একটি দেহ খালে পড়ে আছে বলে জানায় স্থানীয় গ্রামবাসী। রাজপুরা খাল থেকে পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে। খাল থেকে উদ্ধারের সময় দীর্ঘক্ষণ জলে থাকার কারণে লাশটি ফুলে গিয়েছিল। শরীরের জামাকাপড় অবিন্যস্ত অবস্থায় ছিল, মুখ দেখে চিনতে অসুবিধা হচ্ছিল। লাশটি জলের স্রোতে একটি পিলারের মধ্যে আটকে ছিল। 

জানা গেছে, মৃতা ৪০-এর তরুণী পেশায় একজন আইনজীবী। তিনি কাসগঞ্জ আদালতে প্র্যাকটিস করতেন। মৃতার স্বামী তার দেহ শনাক্ত করেছেন। বৃহস্পতিবার দাহকাজ করার আগে বুধবার রাতে দেহের ময়নাতদন্ত করা হয়। মৃতার স্বামী জানিয়েছেন, তিনি তার স্ত্রীকে মঙ্গলবার দুপুরে সিভিল আদালত চত্বরে পৌঁছে দিয়েছিলেন। রাত ৮টা পর্যন্ত বাড়ি না ফেরায় তিনি স্ত্রীকে ফোন করতে থাকেন। ফোন পাওয়া যাচ্ছিল না। কোনও খোঁজ না পেয়ে তিনি কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন। 

কাসগঞ্জ পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানিয়েছেন, বুধবার আট সদস্যের একটি তদন্তকারি দল ১২০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আইনজীবীর দেহ উদ্ধার করে। কেসের সমস্ত সংবেদনশীলতার কথা মাথায় রেখে প্রোটোকল মেনে চিকিৎসকদের অধীনে একটি প্যানেল করে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানায়নি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।   

ঘটনার প্রতিবাদে কাসগঞ্জ আদালতের আইনজীবীরা বৃহস্পতিবার কাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হন। নিন্দা জানিয়ে সভাও ডাকেন তারা। সকালে অনেক আইনজীবী মৃতা আইনজীবীর শেষকৃত্যে অংশ নিলেও সারাদিন আদালতের কার্যক্রমে অংশ নেননি তাঁরা। পরে আইনজীবীরা মথুরা-বেরেলি জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ করেন। সঠিক বিচারের দাবিতে সরব হন তাঁরা। আগ্রা বার অ্যাসোসিয়েশনের বার হলে জড়ো হয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেন এবং দ্রুত মামলার নিষ্পত্তি না হলে আদালতের কার্যক্রম বয়কটের হুমকি দেন তাঁরা। 

আইনজীবীরা মৃতের পরিবারের জন্য ₹৫০ লক্ষ ক্ষতিপূরণ দাবি করেছেন, সেইসঙ্গে কোর্ট চত্বরে বিশেষ করে মহিলা আইনজীবীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর উপর জোর দিয়েছেন। 

আগ্রার ইউনাইটেড বার অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশের বার কাউন্সিলকে রাজ্য সরকারের কাছে অ্যাডভোকেট সুরক্ষা বিলের জরুরি বাস্তবায়নের উপর জোর দিয়েছে। ফারুখাবাদের বার অ্যাসোসিয়েশনও প্রতিবাদে শামিল হয়।