Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

তিলোত্তমার বিচার চাই.... কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্পীরা এবার রাজপথে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ এএম

তিলোত্তমার বিচার চাই....  কীর্তন, বাউল ও ভক্তিগীতি শিল্পীরা এবার রাজপথে

আইভি আদক, হাওড়া: সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে আরজি কর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে আজ কলকাতার ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে এক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।


ওই সমাবেশে যোগ দিতে একটি পদযাত্রা হাওড়া স্টেশন থেকে ও আরেকটি পদযাত্রা শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে যাবে। হাওড়া থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। বাউল, মতুয়া থেকে শুরু করে বহু ধর্মের মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন।