Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

এমপক্সের টিকার প্রথম অনুমোদন পেল আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ পিএম

এমপক্সের টিকার প্রথম অনুমোদন পেল আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো

কিনশাসা, ৬ সেপ্টেম্বর: করোনার পরে মাঙ্কিপক্স বা এমপক্স নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু' মানুষকে আগেভাগেই সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে। এমপক্স নিয়ে 'হু' বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
এই পরিস্থিতিতে মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম অনুমোদন পেয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডি আর কঙ্গো)। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে, এই টিকা এমপক্সের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা গ্রহণ করবে। 
ডি আর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময়ে এমপক্সের টিকার প্রথম অনুমোদন নিয়ে একটি বিমান নামে। ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে এই টিকা অনুদান হিসেবে প্রদান করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডি আর কঙ্গোতে প্রায় ২৭ হাজার মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ১০০ জনের মানুষের। আক্রান্ত ও মৃত্যুবরণকারীদের মধ্যে বেশিরভাগই শিশু। 
ডি আর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা মুলাম্বা জানান, সবচেয়ে বেশি প্রাদুর্ভাব রয়েছে এমন প্রদেশগুলোতে প্রথমে টিকা দেওয়া হবে। এ টিকা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অনুমোদিত হলেও শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য দেওয়া হবে।