Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

সংকট মোকাবিলায় জল সংরক্ষণ নিয়ে দেশবাসীকে বার্তা মোদির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৪ এএম

সংকট মোকাবিলায় জল সংরক্ষণ নিয়ে দেশবাসীকে বার্তা মোদির

পুবের কলম, ওয়েবডেস্ক: পরিবেশ রক্ষায় জল সংরক্ষণ নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, জল সংরক্ষণ ভারতের সংস্কৃতির একটি অঙ্গ। শুক্রবার গুজরাতের সুরাটে 'জল সঞ্চয় ভাগিদারি' উদ্যোগের সূচনা উপলক্ষ্যে পরিবেশ রক্ষায় জল সংরক্ষণের ভূমিকা ঠিক কতখানি সেটি তিনি তুলে ধরেন।

মোদি জল সংরক্ষণের জন্য জলের ব্যবহার কমানো, পূনর্ব্যবহারের দিকে জোর দেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, 'কমাও, পুনঃব্যবহার, রিচার্জ এবং রিসাইকেল' মন্ত্রে কাজ করতে হবে। সংরক্ষণের জন্য আমাদের উদ্ভাবনী কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিও গ্রহণ করতে হবে'।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারতের মাত্র চার শতাংশ মিষ্টি জলের সম্পদ রয়েছে, দেশের অনেক অংশেই জল সংকটের সম্মুখীন।
জল সঞ্চয় জন ভাগিদারী উদ্যোগ চলমান "জল শক্তি অভিযান: বৃষ্টি ধরুন" অভিযানের সঙ্গে দীর্ঘমেয়াদী জল সুরক্ষা নিশ্চিত করতে সহযোগিতামূলক জল ব্যবস্থাপনার দৃষ্টিকে তুলে ধরার বার্তা দেন মোদি।