Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বার্ড ফ্লু নিয়ে সতর্ক বাংলা, ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য প্রশাসন


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ পিএম

বার্ড ফ্লু নিয়ে সতর্ক বাংলা, ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রী আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য প্রশাসন

পুবের কলম, ওয়েবডেস্কঃ বার্ড ফ্লু নিয়ে সতর্ক রাজ্য। ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রী বাংলায় আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য প্রশাসন। ওড়িশায় বার্ড ফ্লু-র সংক্রমণ ছড়িয়ে পড়ায় ওই রাজ্য থেকে বাংলায় পোল্ট্রিজাত সামগ্রী ঢুকতে দেওয়া হবে না। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের পোল্ট্রি শিল্পের ব্যাপ্তি অনেক বেশি। ওড়িশার বার্ড ফ্লু যাতে কোনওভাবে এ রাজ্যে ঢুকতে না পারে, তার জন্য আগামী দুসপ্তাহ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওড়িশার বার্ড ফ্লু কবলিত এলাকা থেকে ডিম ও মুরগি কোনওভাবেই যাতে এ রাজ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।