Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আর্জেন্টিনার বিশ্বকাপের মতো আইপিএল ট্রফি জয়ের উদযাপনে নাইটরা


Puber Kalom   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২২ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপের মতো আইপিএল ট্রফি জয়ের উদযাপনে নাইটরা


পুবের কলম প্রতিবেদক:  প্রতিযোগিতার শুরু থেকেই একটা চ্যাম্পিয়ন দলের মতো পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলে রাজত্ব করেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রায় অপরাজেয় দল হিসেবে প্লে অফ থেকে সরাসরি ফাইনালে উঠে পড়ে গৌতম গম্ভীরের দল। আর ফাইনালে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একপেশে ফাইনালে ৮ উইকেটের জয় তুলে নিলেন শ্রেয়স আইয়াররা।

২০১৪ সালে শেষবার আইপিএলের শিরোপা জিতেছিল নাইটরা। শেষ ১০ বছরে বারে বারে তীরে এসে তরী ডুবেছিল শাহরুখ খানের দলের। তবে এবারের আইপিএলে প্রতিপক্ষ দলগুলির চোখে চোখ রেখে নাইট ব্রিগেড বুঝিয়ে দিয়েছিল, তারা ট্রফি জেতার লক্ষ্যে মাঠে নেমেছে। সেই মতো দীর্ঘ ১০ বছর পর আবারও গম্ভীরের উপস্থিতিতে আইপিএলের শিরোপা জিতল নাইরটা। 
প্রায় এক দশক পর আইপিএলের ট্রফি জয়। তাই কলকাতা নাইট রাইডার্সের জন্য উপলক্ষটা ছিল ভিন্নরকম। দীর্ঘ সময় পর পাওয়া শিরোপা জয়ের উদযাপন করতে গিয়ে তারা মনে করিয়ে দিল মেসির আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি জয়ের উদযাপনকে। ২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইলে ফ্রান্সকে ফুটবল বিশ্বকাপ ফাইনালে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা ঘুঁচিয়ে ছিল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনার তৃতীয় শিরোপাজয়ের পর মেসি ট্রফি হাতে ধীর পায়ে মঞ্চে উঠে সতীর্থদের সঙ্গে শিরোপাজয়ের উল্লাসে মেতেছিলেন। রবিবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল ফাইনালে নাইট রাইডার্স ৫৭ বল হাতে রেখে

৮ উইকেটের জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। পুরস্কার বিতরণী মঞ্চে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ আইপিএল ট্রফি তুলে দেন অধিনায়কের হাতে। ট্রফি হাতে নিয়ে শ্রেয়সও লিওনেল মেসির মতো ধীর পায়ে সতীর্থদের দিকে হেঁটে যান মঞ্চে। তারপর তিনি রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীদের সঙ্গে আইপিএল শিরোপা উঁচিয়ে ধরেন। শ্রেয়সের এভাবে আইপিএল জয়ের উদযাপনের ছবি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্ত-সমর্থকেরা এর মিল খুঁজে নেয় কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সঙ্গে।