Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

ওবিসি-এনসিএল সার্টিফিকেট হয়রানিঃ শিক্ষা দফতরে জানালে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য ব্রাত্যর


ইমামা খাতুন   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৬ এএম

ওবিসি-এনসিএল সার্টিফিকেট হয়রানিঃ  শিক্ষা দফতরে  জানালে ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য  ব্রাত্যর

পুবের কলম প্রতিবেদক: ওবিসি-এনসিএল সার্টিফিটেক নিয়ে হয়রানির স্বীকার হতে হচ্ছে পড়ুয়া ও  চাকরিপ্রার্থীদের। আদালতে ওবিসি  সংক্রান্ত মামলা চললেও এই নিয়ে নাজেহাল অবস্থা ওবিসি- আবেদনপ্রার্থীদের। এই নিয়ে এদিন বিকাশভবনের প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু বলেন, কোনও আবেদন  প্রার্থী সমস্যায় পড়লে শিক্ষা দফতরে জানাতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংখ্যালঘু পড়ুয়ারা যাতে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখার বিষয়ে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।     

একই সঙ্গে এদিন শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকের নথি ডিজি লকারে থাকতো। এই নিয়েও অভিযোগ ছিল। সেই সমস্যার নিরসন করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে এদিন সিলেবাস সংক্রান্ত বিষয়েও কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।  একই সঙ্গে এদিন ছাত্র ভর্তি নিয়ে বলেন, আসন ফাঁকা  থাকছে। সাধারণ কোর্স থেকে অনেকেই টেকনিক্যাল কোর্সে ভর্তি হচ্ছে। পাশাপাশি এদিন সমস্ত ক্যাম্পাসে র‌্যাগিং ঠেকাতে  কড়া ভাষায় শিক্ষামন্ত্রী বলেন, সিসিটিভি বসাতে বলা হয়েছে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।