Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

"নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" প্রচারাভিযান জামায়াতে ইসলামী হিন্দের মহিলা শাখা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৪ এএম

"নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" প্রচারাভিযান জামায়াতে ইসলামী হিন্দের মহিলা শাখা

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে গণ ধর্ষণের পর খুনের ঘটনায় প্রতিবাদ দেশ জুড়ে।  কিন্তু দেশ জুড়ে যৌন সহিংসতা বৃদ্ধির কারণ হিসেবে মানুষের নৈতিক মূল‍্যবোধের অবক্ষয়কে মূল সমস‍্যা হিসেবে চিহ্নিত করে "নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" শিরোনামে প্রচারাভিযান শুরু করলো জামায়াতে ইসলামী হিন্দের মহিলা শাখা। পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারাভিযান। জামায়াতে ইসলামী হিন্দের রামপুরহাট কার্যালয়ে বেলা বারোটা নাগাদ এই অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিম বঙ্গ প্রাদেশিক সেক্রেটারি মঞ্জুরা খাতুন এবং প্রাক্তন পশ্চিম বঙ্গ রাজ‍্য সভাপতি আইটা সভাপতি জুলফিকার আলী মোল্লা। তাঁরা জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁরা নৈতিক জাগরণের লক্ষ‍্যে কাজ করে যাবেন। পশ্চিমা প্রভাবে ভারতবর্ষ আজ নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছে।


মাদক দ্রব‍্যের ব‍্যবহার, আর্থিক দুর্নীতি, সীমাহীন লোভ, ক্ষমতালিপ্সা, নীতিহীনতা, স্বেচ্ছাচারিতা, কদাচার, শালীনতাবোধের অভাব  দেশে যৌন সহিংসতা বৃদ্ধি ঘটিয়েছে। সারা দেশে নারীদের উপর অত‍্যাচার, ধর্ষণ, খুন উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের প্রচার অনেক আগেই শুরু হয়েছে। আরজিকর ঘটনার পর সেই প্রচার আরও তীব্র করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ ভেবে দেখুন, বিদ‍্যাসাগরের সুবোধ বালকের নীতি কাহিনি ছোটদের পুস্তকে পাবেন না। তাই ভালো ছাত্র তৈরী হলেও, মূল‍্যবোধহীন, বিবেকহীন নিষ্ঠুর মানুষ তৈরী হচ্ছে।