Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরশাহী


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৮ এএম

দণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে   ক্ষমা করল আমিরশাহী

আবু ধাবি, ৩ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরশাহীতে সাজাপ্রাপ্ত  ৫৭জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ইতিমধ্যেই তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমিরশাহীর অ্যাটর্নি জেনারেল . হামাদ আল শামসি বলেছেন, মহামান্য প্রেসিডেন্ট ৫৭ বাংলাদেশির বিরুদ্ধে সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন অ্যাটর্নি-জেনারেল সংযুক্ত আরব আমিরশাহীর সকল বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার আহ্বান জানিয়েছেনতিনি বলেন, ’মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিতমতামত প্রকাশের জন্য রাষ্ট্র আইন মেনে উপায় সরবরাহ করে থাকে।’ প্রসঙ্গত, গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে বিক্ষোভ করে ৫৭ জন বাংলাদেশি গ্রেফতার হনআবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল সেই ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেনতাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়