Tue, July 9, 2024

ই-পেপার দেখুন
logo

সমুদ্রসাথী প্রকল্পের টাকা সময়মত না পাওয়ায় ক্ষোভ মৎস্যজীবিদের


Kibria Ansary   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০১:২২ এএম

সমুদ্রসাথী প্রকল্পের টাকা সময়মত না পাওয়ায় ক্ষোভ মৎস্যজীবিদের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি: সমুদ্রসাথী প্রকল্পের টাকা সময়মত না পাওয়ায় ক্ষোভ মৎস্যজীবিদের মধ্যে। ব্যান পিরিয়ড শেষ হয়েগেছে গত কয়েক দিন আগেই। কিন্তু এই ব্যান পরিয়ড চলাকালীন যে ভাতা পাওয়ার কথা ছিল মৎস্যজীবীদের তা তারা পাননি। ভবিষ্যতে কোনও একদিন পাবেন এই সমুদ্রসাথী প্রকল্পের টাকা আর সেই আশাতেই মৎস্যজীবীরা। তাদের সেই কাগজপত্রগুলি যত্ন করে রেখে দিয়েছেন বাড়িতে। রায়দীঘি এলাকার মৎস্যজীবিদের দাবি দু’মাস টাকা পাবো শুনে খুশি হয়েছিলাম প্রথমে। টাকা আসবে ভেবে ধার করে বসে থাকা কালীন ওই সময়ে সংসার চালিয়েছি। কিন্তু এখন সেই ধার শোধ করা নিয়ে চিন্তায় পড়ে গেছি আমরা।এর মধ্যে আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে। ছোট জেলে নৌকা, ভুটভুটির মাঝিদের আরও অবস্থা খারাপ। তাঁরা আবার তাকিয়ে আছেন কবে টাকা আসবে সেই দিকে। চলতি বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমুদ্রে যে সমস্ত মৎস্য জীবীরা মাছ ধরতে যান, তাদেরকে অর্থ সাহায্য করা হবে। সেই অনুযায়ী অনেকেই দুয়ারে সরকারের মাধ্যমে সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করেছিলেন। কিন্তু অনেক মৎস্যজীবীর ভাতা মিলবে না এবারেও। তবে এই প্রকল্পের কাজ চলছে বলে প্রশাসন সূত্রের খবর। সামুদ্রিক মৎস্যজীবীরা অবশ্যই টাকা পাবে জানানো হয়েছে ইতিমধ্যে। কিন্তু কবে সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। আর এই অবস্থায় ক্ষোভ তৈরি হচ্ছে মৎস্যজীবিদের মনে।