Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

পুলিশ ডে উপলক্ষ্যে শাসন থানার আধিকারিকদের সম্মাননা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ এএম

পুলিশ ডে উপলক্ষ্যে শাসন থানার আধিকারিকদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস। উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানায়ও সমন্বয় কমিটির একাংশের উদ্যোগে পুলিশ ডে পালন করা হয়।

এই উপলক্ষ্যে স্থানীয় সমাজসেবী তথা শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান আব্দুল হাই এর উদ্যোগে পুলিশ আধিকারিকদের সম্মাননা জানানো হয়। শাসন থানার আইসি মুহাম্মদ ফিরোজ আলি সহ ১৫ জন আধিকারিককে উত্তরীয়, মেমেন্টো ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। 


এ ব্যাপারে শাসন থানার আইসি মুহাম্মদ ফিরোজ আলি বলেন, সারা বছর ৩৬৫ দিনই পুলিশ ডে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্পেশাল ডে হিসাবে বেছে নিয়েছেন। আর সেই দিনে আমাদের মনোবল বাড়াতে সমন্বয় কমিটির আব্দুল হাই এর এই উদ্যোগকে স্বাগত জানাই। 


এ ব্যাপারে হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা শাসনের দাদপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান আব্দুল হাই বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পুলিশ ডে পালন শুরু করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসন থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শাসন এলাকা শান্ত। তাই শাসন থানার পুলিশ আধিকারিকদের সম্মাননা জানাতে এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস।