Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদে নিয়োগ গোপালিকার


আবুল খায়ের   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০১:৫৮ এএম

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা পদে নিয়োগ গোপালিকার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা পদে নিয়োগ করা হল সদ্য প্রক্তন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা। কর্মিবর্গ এবং প্রশাসন দফতরের সচিব জগদীশ প্রসাদ মীনা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯৮৯ সালের ব্যাচের এই আইএএস অফিসারের এই নিয়োগের কথা জানিয়েছেন। জানা গেছে, বিভিন্ন সরকারি প্রকল্পের নজরদারির বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হিসাবে আপাতত আগামী তিন বছর কাজ করবেন গোপালিকা। তবে শুধু উপদেষ্টা হিসাবেই নয়, গোপালিকা শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান ও হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গত শনিবার মুখ্যসচিবের পদে কার্যকালের মেয়াদ শেষ হয় গোপালিকার। সে দিনই প্রকাশ করা হয় তিন পদে তাঁর নিয়োগের বিজ্ঞপ্তি। গত ৩১মে মুখ্যসচিব পদে গোপালিকার কার্যকালের মেয়াদ শেষ হয়। তাঁর তিন মাসের মেয়াদবৃদ্ধির জন্য আবেদন করেছিল নবান্ন। সে বার কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছিল। তারপর ৩১ আগষ্টের আগে  ফের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল নবান্ন। তবে এবারের মেয়াদ বৃদ্ধির আবেদনে অনুমোদন দিল না কেন্দ্র। ফলে শনিবার সন্ধ্যায় মুখ্যসচিব পদে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন মুখ্যসচিব অবসর গ্রহণের পর মুখ্যসচিবের দায়িত্ব পান গোপালিকা।