Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

একদিনে কলকাতা মেট্রোর আয় এক কোটি


ইমামা খাতুন   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৩ পিএম

একদিনে কলকাতা মেট্রোর আয় এক কোটি

পুবের কলম প্রতিবেদকঃ একদিনে কলকাতা মেট্রোর আয় ১ কোটি। রবিবার সংবাদ সংস্থাকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন কলকাতা মেট্রোরেলের এক মুখপাত্র।

জানা গেছে, শনিবার দিন কলকাতা মেট্রোর তিনটি লাইনে মোট ৬ লক্ষ ৭৫ হাজার যাত্রী যাতায়ত করেছেন। এ দিন যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ কাউন্টার ও অনলাইন সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১.০১ কোটি টাকা। ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া)-য় যাতায়ত করেছে ৫ লক্ষ ৭৫ হাজার। গ্রীন লাইন-১ (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) এবং  গ্রীন লাইন-২( এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান) -এই দুই লাইনে মোট ৫০ হাজার যাত্রী যাতায়ত করেছেন। 

উল্লেখ্য, এতদিন পর্যন্ত এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রীন লাইন-২ এ রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকত। তবে এবার থেকে সপ্তাহের অনান্য দিনের মতো রবিবারও যাত্রী পরিবহণ অব্যাহত থাকবে।