Tue, July 9, 2024

ই-পেপার দেখুন
logo

তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে দিল্লিতে ৫, নয়ডায় ১০ জনের মৃত্যু


Kibria Ansary   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৬:০৪ পিএম

তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে দিল্লিতে ৫, নয়ডায় ১০ জনের মৃত্যু

নয়াদিল্লি, ১৯ জুন: তীব্র তাপপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন রাজ্যে। ৭২ ঘণ্টায় দিল্লি ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং নয়ডায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত ৭২ ঘণ্টায় ভারতের রাজধানী দিল্লিতে তীব্র তাপপ্রবাহের অসুস্থ হয়ে তারা দিল্লির রাম মনোহর লোহিয়া, সফদরজং এবং এলএনজেপি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা চলাকালীন ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে নয়ডায় তীব্র তাপপ্রবাহে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ হিসেবে ‘হিট স্ট্রোকের’ কথা উল্লেখ করা হয়েছে।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয়   শুক্লা বলেন, তীব্র এ তাপপ্রবাহে মৃতের হার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে দেরি করে হাসপাতালে আনা হলে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তবে এখনও এ বিষয়ে সচেতন না সাধারণ জনগন। তাঁর কথায়, 'তীব্র তাপপ্রবাহ সম্পর্কে মানুষকে যত দ্রুত সম্ভব সচেতন করতে হবে। এতে মৃত্যুর ঝুঁকি কমবে।'

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বেশ কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এজন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।