Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বুলডোজার অ্যাকশন আইনসঙ্গত নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিকে তুলোধোনা করল সুপ্রিমকোর্ট


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩১ এএম

বুলডোজার অ্যাকশন আইনসঙ্গত নয়, বিজেপি শাসিত রাজ্যগুলিকে তুলোধোনা করল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বরঃ 'বুলডোজার জাস্টিস' নিয়ে এবার বিজেপি শাসিত রাজ্যগুলিকে তুলোধোনা করল সুপ্রিমকোর্টশুধুমাত্র কোনও অপরাধে দোষী বা অভিযুক্ত হলেই বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া যায়, প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোন অভিযুক্ত দোষীর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা আইনসঙ্গত নয়। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, দেশের প্রত্যেক রাজ্যের জন্য প্রযোজ্য গাইডলাইন জারি করবে সুপ্রিম কোর্ট।

জানা গিয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধে অভিযুক্তদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জামিয়াত উলমা-ই-হিন্দ। সোমবার বিচারপতি বিআর গাভাই বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বিচারপতি বিআর গাভাই প্রশ্ন করেন, “শুধুমাত্র অভিযুক্ত বলে কী করে তাঁর বাড়ি ভাঙা হতে পারে? দোষী হলেও তার বাড়ি ভাঙা যায় না। সুপ্রিম কোর্টের বারে এই নির্দেশ দেওয়ার পরও অভ্যাসে পরিবর্তন দেখা যাচ্ছে না। ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।