Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রসবোত্তর অবসাদের জের, ৬ দিনের কন্যাসন্তান'কে শ্বাসরোধ করে খুন মায়ের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৮ এএম

প্রসবোত্তর  অবসাদের জের, ৬ দিনের কন্যাসন্তান'কে শ্বাসরোধ করে খুন মায়ের

পুবের কলম,ওয়েবডেস্ক: মানসিক অবসাদের জের। ৬ মাসের সদ্যজাত'কে শ্বাসরোধ করে খুন মা'য়ের। শুধু তাই নয়, খুনের পর সন্তান নিখোঁজের ফন্দি পর্যন্ত এঁটেছিলেন অভিযুক্ত। অভিযুক্ত ওই মায়ের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারির পাশাপাশি ধৃতের কাউন্সেলিংয়ের জন্য মনোরোগ বিশেষজ্ঞদের দেখানো হচ্ছে। প্রাথমিক অনুমান, প্রসবোত্তর অবসাদে ভুগছেন অভিযুক্ত। নাম শিবানী।   


পুলিশ সূত্রে খবর, ৬ দিনের কন্যা সন্তান'কে স্তন্যপান করাতে করাতে গলা টিপে খুন করে অভিযুক্ত মা। তারপর একটি ব্যাগে পুরে বাড়ির ছাদে রেখে এসেছিলেন তিনি। তারপর স্বামী'কে নিয়ে পুলিশে নিখোঁজ ডায়রি করে। তদন্তে প্রথমে মাকেই সন্দেহ হয় পুলিশের। তারপর খোঁজ খবর নিতে মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মায়ের কথায় অসঙ্গতি লক্ষ্য করলে পুলিশ টানা জেরা করে। সেখানেই খুনের কথা স্বীকার করে।  ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে সে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লিতে। কন্যা সন্তান'কে খুনের কথা স্বীকার করে ধৃত জানিয়েছেন, মানসিক অবসাদ থেকে এই কাণ্ড ঘটিয়েছেন। পুলিশ জানতে পারে সপ্তাহখানেক এক কন্যাসন্তানের জন্ম দেন শিবানী। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে বিশ্রামে ছিলেন। শুক্রবার শিশুকে স্তন্যপান করানোর সময় তার গলা টিপে খুন করেন তিনি। এদিন তাঁর কথা মতো বাড়ির ছাদে গিয়ে ওই ব্যাগ উদ্ধার করে পুলিশ । 


কিন্তু কেন খুন করলেন ওই যুবতী,  প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে অতীতে 

 দু’টি  কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন শিবানী। কিন্তু তাদের দু’জনেই নানা কারণে মারা যায়। 

ফের মেয়ে হলে  ভয় পেয়ে গিয়েছিলেন ওই যুবতী। ক্রমশ ভয় গ্রাস করতে থাকে। ভাবতে থাকে 

একেও তিনি বাঁচাতে পারবেন না। ক্রমাগত এই ভাবনা চেপে বসে তাঁর মাথায়। মানসিক অবসাদের কারণে হঠাৎ মেয়েকে খুন করে বসেন তিনি।