Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু ৩৮ টাকা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৩ এএম

ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, কলকাতায় সিলিন্ডার পিছু ৩৮ টাকা


পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। গতমাসের পর এবার বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। চলতি বছরের ১ সেপ্টেম্বর সকাল থেকে নয়া দাম কার্যকর করা হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৬৪. ৫০ টাকা থেকে ১৮০২.৫০ টাকা হয়েছে। দিল্লিতে সিলিন্ডার প্রতি ৩৯ টাকা ও কলকাতার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়েছে। মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৬০৫ টাকা থেকে বেড়ে ১৬৪৪ টাকা হয়েছে। চেন্নাইতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮১৭ থেকে বেড়ে ১৮৫৫ টাকা হয়েছে।

   
তবে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে।  প্রতি মাসেই ১ তারিখ রান্নার গ্যাসের নয়া দাম প্রকাশ করা হয়। সেইমতো নয়া দাম প্রযোজ্য হল। রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে সেপ্টেম্বরেও। সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা। জুলাই ও আগস্টেও সেই দামই ছিল। তবে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছে সিলিন্ডার প্রতি ৩৮ টাকা।