Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মহিলা সুরক্ষায় জেলায় হেল্পলাইন প্রকাশ জেলা পুলিশের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৬ পিএম

মহিলা সুরক্ষায় জেলায় হেল্পলাইন প্রকাশ জেলা পুলিশের

 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আর জি কর ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি  জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো। শনিবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের দফতরের এক সাংবাদিক বৈঠকে মহিলা সুরক্ষার জন্য বিশেষ whatsapp  এন্ড Call নম্বর প্রকাশ করেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য। 


তিনি জানান, জেলায় মহিলাদের সুরক্ষার জন্য একটি বিশেষ নম্বর প্রকাশ করা হলো। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯। এই নম্বরটি whatsapp  এন্ড  Call পরিষেবা রয়েছে। আজ থেকেই এই পরিষেবা চালু করা হলো। ২৪ ঘন্টা পরিষেবা চালু থাকবে। মহিলা সুরক্ষা কথা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে৷


সেই সাথে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা,তাজপুর, মন্দারমণি, হলদিয়া, কোলাঘাট প্রভৃতি  এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ।