Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কৌষিকী অমাবস‍্যা উপলক্ষ্যে প্রশাসনিক তৎপরতা :সাংবাদিক বৈঠক পুলিশ সুপারের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম

কৌষিকী অমাবস‍্যা উপলক্ষ্যে   প্রশাসনিক তৎপরতা :সাংবাদিক বৈঠক পুলিশ সুপারের

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: সেপ্টেম্বরের দুই তারিখ কৌষিকী অমাবস‍্যা উপলক্ষ্যে রামপুরহাটে  প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। শনিবার প্রেস মীট করে জানান, এবার গতবারের মতো চার থেকে ছয় লক্ষ পুন‍্যার্থীর আগম হবে, বলে আশা করা হচ্ছে। এই সময় পকেটমার ছিনতাইকারীরা তারাপীঠে হাজির হয়।


এই সমস্ত  অপরাধ রুখতে তেরোটি অ্যান্টি ক্রাইম টিম সদা নজরদারি করবে। দুশোটি সিসিটিভি ক‍্যামেরা থাকবে। ড্রপগেট থাকবে  সাঁইত্রিশটি, ওয়াচ টাওয়ার থাকবে দশটি, পার্সোনাল এয়ার ভেহিকল থাকবে একুশটি, পুলিশ ফোর্স হাজার জন, তিনশো অফিসার এবং সতেরোশো সিভিক ভলিন্টিয়ার্স। এছাড়াও ড্রোন ক‍্যামেরার নজরদারি থাকবে।

পয়লা সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বিকেল চারটা পর্যন্ত চার চাকা গাড়ি তারাপীঠ ঢুকতে পারবে। তারপর আর সোনার বাংলা মোড় পেরোতে দেওয়া হবে না। মনসুবা মোড়ের পর নো এন্ট্রি থাকবে। মনসুবা মোড় থেকে তারাপীঠ ওয়ান ওয়ে থাকবে। টোটো, অটো রিক্সা মনসুবা থেকে চাকপাড়া আটলা হয়ে সোনার বাংলা মোড় পর্যন্ত যেতে পারবে। বেশ কয়েকটি জায়গাই কার পার্কিংয়ের ব‍্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, হরিদ্বার মডেলে আরতির ব‍্যবস্থা থাকতে পারে। তবে এব‍্যাপারে এখনো প্রশাসন নিশ্চিত কিছু বলতে পারছে না।  এই বছর কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে সোমবার ১৬ ভাদ্র অর্থাৎ ২ সেপ্টেম্বর। দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন ভোর ৫টা ৫ মিনিট ৫১ সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি। 

 

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ‍্যায় বলেন, মন্দিরের নিরাপত্তা, আলোক সজ্জা, পুণ‍্যার্থীদের সুযোগ সুবিধা, মেডিক্যাল ক‍্যাম্প ইত‍্যাদি মন্দির কমিটি দেখবে।
কথিত আছে মহিষাসুর বধের পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা। শেষে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী নিজ কোষ থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত করে এক পরমাসুন্দরী দেবী মূর্তিতে আবির্ভূত হন। নিজ কোষ শরীর থেকে বের হওয়ার জন্য তিনি হলেন কৌষিকী। কৌষিকী দেবী আবার তারা ও কালীতে রূপান্তরিত হন।

আবার শোনা যায় কৌষিকী অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানের শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। ফলে ওই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান পুন্যলাভ হয় এবং কুম্ভস্নান করা হয়। এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন।