Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কর্মবিরতির মাঝেই চালু অভয়া টেলি মেডিসিন ও ক্লিনিক


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০১ পিএম

কর্মবিরতির মাঝেই চালু অভয়া টেলি মেডিসিন ও ক্লিনিক


পুবের কলম প্রতিবেদকঃ বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের ধারাবাহিক কর্মবিরতির ফলে ব্যহত হচ্ছে চিকিৎসা পরিষেবা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার জন্য আবেদন জানিয়েছেন কিন্তু আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড়


এই পরিস্থিতিতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বিপুল সংখ্যক সাধারণ রোগী চিকিৎসক এবং বিশিষ্টদের একটি অংশ বিচারের দাবিতে সহমত হলেও চিকিৎসকদের কর্মবিরতির সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করতে শুরু করেছেন এর ফলে চাপ বাড়ছে আন্দোলনকারীদের

এই পরিস্থিতিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা শনিবার থেকে প্রতিদিন চার ঘন্টার জন্য টেলি মেডিসিন ক্লিনিক চালু করার কথা ঘোষণা করেছেন টেলি মেডিসিন ক্লিনিক হল ফোন কল বা ভিডিও চ্যাটের মতো প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের একটি উপায় জানা গেছে শনিবার সকাল ১০ টা থেকে দুপুর টা পর্যন্ত এই পরিষেবা প্রদান করবেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, জনসবার্থের কথা মাথায় রেখে আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অভয়া টেলি ক্লিনিক চালু করার সিদ্ধান্ত নিয়েছে

এর পাশাপাশি আরজি কর হাসপাতালের চিকিৎসকরা রবিবার থেকে কুমারটুলিতে অভয়া ক্লিনিক চালু করতে চলেছেন বলে জানা গেছে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ক্লিনিক