Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

’ঝুঁকির খেলা’ এমএমএ নিষিদ্ধ আফগানিস্তানে


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৫ পিএম

’ঝুঁকির খেলা’ এমএমএ  নিষিদ্ধ আফগানিস্তানে

কাবুল, ৩০ আগস্ট: মিক্সড মার্শাল আর্ট বা এমএমএ বিশ্বের বহ দেশেই এই খেলা জনপ্রিয় তবে এই খেলায় জীবনের মারাত্মক ঝুঁকি থাকে ক্লোস রিংয়ের মধ্যে দুই মার্শাল আর্টিস্ট একে অপরকে ঘায়েল করতে আপ্রাণ চেষ্টা করেন কখনও কখনও আঘাত পেয়ে রিংয়ে জ্ঞান হারিয়ে ফেলেন খেলোয়াড় হাত-পা ভেঙে যাওয়া এই খেলায় সাধারণ ব্যাপার জানা গেছে, জীবনের ঝুঁকি থাকায় এই খেলাকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান সরকার শাসকগোষ্ঠী তালিবানের এক ক্রীড়া কর্মকর্তা বলেছেন, ‘এমএমএ খুব হিংস্র খেলা এবং এটি মৃত্যুর ঝুঁকি তৈরি করে ইতিমধ্যেই এমএমএ খেলা নিষিদ্ধের আদেশটি পাস হয়েছে ইসলামিক আইন বা শরিয়া আইনে খেলাধুলার সম্মতি নিয়ে তদন্তের পর নতুন এই সিদ্ধান্ত নিয়েছে তালিবান সরকার এক বিবৃতিতে তালিবানের শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিষয়ক মহাসচিব বলেছেন, ‘আমরা দেখেছি, খেলাটি শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ সদ্য নিষিদ্ধ মিক্সড মার্শাল আর্ট আফগানিস্তানের তরুণদের মাঝে একটি জনপ্রিয় খেলা ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফিরে আসার আগের দুই দশকে এই খেলাটি আফগানিস্তানে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল ২০০৮ সালে দেশটিতে মিক্সড মার্শাল আর্ট ফেডারেশনও প্রতিষ্ঠিত হয়েছিল জানা গেছে, বর্তমানে মিক্সড মার্শাল আর্টের সঙ্গে যুক্ত অধিকাংশ আফগান দেশ ছেড়েছেন