Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অভিবাসীদের তাড়ানো মহাপাপ: পোপ ফ্রান্সিস


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৭ এএম

অভিবাসীদের তাড়ানো  মহাপাপ: পোপ ফ্রান্সিস

ভ্যাটিকান, ৩০ আগস্ট: ‘অভিবাসন প্রত্যাশীদের গোরস্থানে পরিণত হয়েছে ভূমধ্যসাগর যারা নিরাপত্তা শান্তির জন্য ইউরোপে প্রবেশে ইচ্ছুক অভিবাসীদের ঘাড়ধাক্কা দিচ্ছে তারা মহাপাপ করছেবুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ার থেকে তাঁর সমর্থক ভক্তদের উদ্দেশে দেওয়া ভাষণে এমনটাই বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস পোপের কথায়, ‘আমি স্পষ্ট বলতে চাই যে, এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র অভিবাসীদের তাড়ানোর কাজ করছেন আর যদি তা ইচ্ছা করে করা হয়ে থাকে তাহলে তা মহাপাপঅভিবাসীদের জীবনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে পোপ ফ্রান্সিস বলেন, ‘ভাই বোনেরা, আমরা একটা বিষয়ে সম্মত হতে পারি যে, অভিবাসীদের ওই সমুদ্র বিপজ্জনক মরুভূমিতে থাকা উচিত নয় তবে দুর্ভাগ্যবশত তারা সেখানেই আছেআরও বলেন, ‘আরও কঠোর আইনের মাধ্যমেও অভিবাসীদের ভয়ানক সব ক্রসিং পার হওয়া থেকে আটকানো যাবে না, কোনও সীমান্তে সামরিক চৌকি বসিয়েও তা সম্ভব নয় বরং তাদের জন্য আমাদের নিরাপদ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে যুদ্ধ, সহিংসতা, নির্যাতন বিপর্যয় থেকে পালিয়ে আসা মানুষদের জন্য নিরাপদ আস্তানা বানাতে হবে এটা সম্ভব হবে ন্যায়বিচার, ভ্রাতৃত্ব এবং সংহতির উপর ভিত্তি করেভাষণে পোপ ফ্রান্সিস সকলকে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পোপের কথায়, ‘অভিবাসীদের যা হত্যা করে তা হল আমাদের প্রত্যাখ্যানের নীতিতবে এমনও কিছু সংস্থা রয়েছে যারা অভিবাসীদের সহায়তায় নিরলস চেষ্টা চালাচ্ছে বলে জানান পোপ