Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

জমা জলের সমস্যায় বীতশ্রদ্ধ হাওড়ার চামরাইল গ্রাম পঞ্চায়েতের মানুষ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০১ এএম

জমা জলের সমস্যায় বীতশ্রদ্ধ হাওড়ার চামরাইল গ্রাম পঞ্চায়েতের মানুষ

আইভি আদক, হাওড়া:  জমা জলের সমস্যায় হাওড়ার বালি-জগাছা ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জেরবার। কোথাও সাতদিন আবার কোথাও তারও বেশি সময় ধরে জলযন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাঁদের। জমা জলে এলাকা যেন একটি ছোট্ট ভেনিস শহরে পরিণত হয়েছে। থার্মোকলের ভেলায় চড়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।



এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই বালি-জগাছা ব্লক অফিস ঘেরাও করে রাখেন সাধারণ মানুষ। এলাকার বেশ কিছু এলাকা যেখান দিয়ে জল নিকাশি হয় সেই সব জায়গা জবরদখলের কারণেই এই সমস্যা বলে দাবি পঞ্চায়েত উপ প্রধানের। দ্রুত সেই দখলদারি মুক্ত করে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।