Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জারিফ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৭ পিএম

ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জারিফ


তেহরান, ২৮ আগস্ট: ইরানের প্রাক্তন বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১ আগস্ট প্রেসিডেন্ট পেজেশকিয়ান জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন। ইরকৌশলগত বিষয়গুলো দেখার ভার ছিল জারিফের কাঁধে।তবে নিয়োগের পরপরই কয়েকটি বিষয়ে সমালোচনার শিকার হয়ে পদত্যাগের ঘোষণা করেন তিনি। জারিফের পদত্যাগের পেছনে মূল কারণ ছিল পেজেশকিয়ানের ১৯ সদস্যের মন্ত্রিসভার নিয়োগ নিয়ে তাঁর অসন্তোষ। এ ছাড়া তাঁর সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যে সমালোচনা চলছিল, সেটিও তাঁর পদত্যাগের অন্যতম কারণ হিসেবে জানান জারিফ। জারিফের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ইরানের রক্ষণশীল মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও জারিফ ২০১৫ সালে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অন্যতম প্রধান আলোচক ছিলেন, যা তখন আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল। মঙ্গলবার ইরানের মন্ত্রিসভা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হয়, যেখানে উপস্থিত ছিলেন জারিফও। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত জারিফ হাসান রুহানির সরকারে বিদেশমন্ত্রী ছিলেন এবং তার আগে রাষ্ট্রসংঘে ইরানের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

 ানের