Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অনেক হয়েছে, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়: আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন রাষ্ট্রপতি


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১০ পিএম

অনেক হয়েছে,  মহিলাদের উপর  অত্যাচার আর বরদাস্ত নয়: আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি,২৮ আগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনেক হয়েছে, মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয় বলেও সরব হয়েছেন তিনি। এক সংবাদ সংস্থা দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, “যথেষ্ট হয়েছে। ছাত্র, ডাক্তার এবং নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে আছে। কোন সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। সমাজকে সতভাবে এবং নিরপেক্ষভাবে আত্মদর্শন করতে হবে এবং নিজেদের কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। প্রায়শই মহিলাদের মনুষ্যেতর, কম শক্তিশালী, কম সক্ষম, কম বুদ্ধিমান হিসাবে দেখা হয়। এই শোচনীয় মানসিকতা রয়েছে সমাজে।”


তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে “ভয়ংকর এবং হতাশাজনক” বলেও উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, “নির্ভয়া ঘটনার পর থেকে ১২ বছরে, অগণিত ধর্ষণ হয়েছে, যা সমাজ ভুলে গিয়েছে। যে সমাজ ইতিহাসের মুখোমুখি হতে ভয় পায়, তারাই এই সম্মিলিত স্মৃতিভ্রংশের পথ অবলম্বন করে। এখন ভারতেরও ইতিহাসের মুখোমুখি হওয়ার সময় এসেছে।”