Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ট্রাক উল্টে নিহত ৩ সেনা জওয়ান, অরুণাচলের ঘটনায় শোকপ্রকাশ সেনাবাহিনী-মুখ্যমন্ত্রীর


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৯ পিএম

ট্রাক উল্টে নিহত ৩ সেনা জওয়ান, অরুণাচলের ঘটনায় শোকপ্রকাশ সেনাবাহিনী-মুখ্যমন্ত্রীর

ইটানগর, ২৮ আগস্টঃ অরুণাচলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল সেনা ট্রাক। ঘটনায় তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে আপার সুবনসিরি জেলার তাপি গ্রাম সংলগ্ন ট্রান্স অরুণাচল হাইওয়েতে।

 

সেনা সূত্রে খবর, মৃতদের নাম হাবিলদার নাখত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমার। দুর্ঘটনার কবলে পড়া সেনা ট্রাকটি কর্মীদের বহনকারী একটি কনভয়ের অংশ ছিল। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আপার সুবানসিরি জেলা সদর শহর দাপোরিজো থেকে লেপারাদা জেলার বাসারের দিকে যাচ্ছিল সেনার গাড়ি বহরটি। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ট্রাকটি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের মরদেহ উদ্ধারে সহায়তা করে।

 

দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক পোস্টে বলেছে, "লেফটেন্যান্ট জেনারেল আর আর তিওয়ারি সহ সমস্ত পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল নাখাত সিং, এনকে মুকেশ কুমার এবং জিডিআর আশিসের দুঃখজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। যারা অরুণাচল প্রদেশে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছে ভারতীয় সেনা।"

 

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সেনা জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, "আপার সুবনসিরি জেলার তাপির কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় হাবিলদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস কুমার নামে তিন সেনা জওয়ানের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। জাতির প্রতি তাদের সেবা এবং সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।"