Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

বিজেপির ডাকা বনধে মিশ্র প্রভাব, ভোগান্তিতে সাধারণ মানুষ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৯ এএম

বিজেপির ডাকা বনধে মিশ্র প্রভাব, ভোগান্তিতে সাধারণ মানুষ
বনধের ছবি রমিত বন্দ্যোপাধ্যায়, শেখ কুতুবউদ্দিন, খালিদুর রহিম, সন্দীপ সাহা


পুবের কলম, ওয়েবডেস্ক:  আজ সকাল থেকেই বিজেপির ডাকে রাজ্যজুড়ে পালিত হচ্ছে ১২ ঘণ্টার বনধ। শুধু বিজেপি কর্মীরা নন, সাধারণ মানুষের কাছে এই বনধকে সফল করার দাবি জানানো হয়। তবে আজ সকাল থেকেই রাস্তাঘাট ছিল সচল। বাস রাস্তায় স্বাভাবিকভাবে চলতে গেছে। তবে কলকাতা শহরে সেই রকম প্রভাব না থাকলেও কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে বহু জায়গায় জোর করে দোকান পাঠ বন্ধ করে দেওয়ার অভিযোগ। শুধু শহর কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও বনধের চিত্র দেখা গিয়েছে। বাস-ট্রেন অবরোধ করছেন বিজেপি আজ সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখা, বনগাঁ শাখা, হাওড়া মেন ও কর্ড লাইনে বন্‌ধ সমধর্কদের অবরোধের জেরে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। বন্‌ধ সমর্থকরা কোথাও রেল লাইনে বসে পড়ে ট্রেন চলাচলে বাধা দেন। কোথাও প্যান্টোগ্রাফে গাছের ডাল ফেলে ট্রেন দাঁড় করিয়ে দেনবিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মিশ্র প্রভাব রাজ্য জুড়ে। তবে বন্‌ধের প্রভাব এখনও পর্যন্ত বেশি লোকাল ট্রেন চলাচলে। কলকাতা শহরে সরকারি বাস চললেও রাস্তায় বেসরকারি বাস, মিনিবাস অন্য দিনের তুলনায় কম চলছে। বিভিন্ন জেলাতেও বেসরকারি বাসের সংখ্যা কম। ফলে ভোগান্তি নিত্যযাত্রীদের।।